বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’। এটি আজকে তামিলনাড়ুতে আঘাত করার পর সারা দেশের কমে যেতে পারে তাপমাত্রা। অর্থাৎ বাড়তে পারে শীতের অনুভূতি। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আজ শনিবার আবহাওয়াবিদ ওমর ফারুক আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলেন।
তিনি বলেন, আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়াতে, ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওমর ফারুক বলেন, আজ শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ভারতের উত্তর তামিলনাড়ুতে আঘাত করবে ফিনজাল। ঘূর্ণিঝড়টি এখন চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে।
ঝড়ে বাংলাদেশ অংশে খুব বেশি ক্ষতি শঙ্কা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ৭০ কিলোমিটার বেগের এই ঘূর্ণিঝড়ের কারণে গভীর সমুদ্রের মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এদিকে, ঘুর্ণিঝড় ফিনজালের পর সারা দেশে শীতের অনুভূতি তীব্র হতে পারে বলেও জানান ওমর ফারুক। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’
এনইউ/জই