দেশে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশা আর বাতাসের দাপটে নাকাল বন্দর নগরী চট্টগ্রামবাসি। আগামী দিনগুলোতে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিবে। এছাড়া দেশের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি কমে গিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং পরের দিন বৃহস্পতিবার উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শত্যপ্রবাহ বিস্তার করতে পারে। এটিই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এই অবস্থা আগামী সোমবার পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো.আবুল কালাম মল্লিক বলেছেন, ‘দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলেই শৈত্যপ্রবাহ হয়। সারাদেশেই বুধবার থেকে তাপমাত্রা কমে যাবে।কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নেমে আসতে পারে।’
গতকাল সকালে তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার থেকে বিচ্ছিন্নভাবে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। বৃহস্পতিবার উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শত্যপ্রবাহ বিস্তার করতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এসময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এসময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে শৈত্যপ্রবাহ সম্পর্কে বলা হয়, দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয় পূর্বাভাসে