দেশের মোট ২৮ জেলার উপর দিয়ে বিভিন্ন মাত্রায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় সারাদেশে তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমে অস্বস্তি বিরাজ করতে পারে।
রোববার (৯ জুন) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এতথ্য দেওয়া হয়েছে।
এছাড়া খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী,পাবনা ও মাদারীপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পাবনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হবিগঞ্জে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে আজকের পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার (১০ জুন) সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে এবং অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।
অন্যদিকে সোমবার রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
মঙ্গলবার (১১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর,ময়মনসিংহ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর,ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর,ময়মনসিংহ,চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
চাটগাঁর চোখ/ এইচডি