চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় এক নারীসহ দুই গাড়ীর চালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অনেক যাত্রী।
বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি মিনিবাস এর সাথে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
❝স্থানীয়রা জানান, দ্রুতগতির দুই গাড়ির সংঘর্ষ এতই ভয়াবহ ছিল যে, যাত্রীবাহী বাসটি সড়ক থেকে খাদে ধানচাষের জমিতে গিয়ে পড়ে। এতে দুই গাড়িই দুমড়ে-মুচড়ে যায়❞।
হাইওয়ে পুলিশ জানায়- ভয়াবহ এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও এক নারী যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (ইন্সপেক্টর) মাহবুবুল হক ভূইয়া জানান- আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাসড়কের উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান- স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই চালক ও অপর এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। এই বিষয় বিস্তারিত পরে জানানো হবে।