রবিবার, ১৫ জুন ২০২৫

ফটিকছড়িতে অগ্নিকান্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউপির শান্তিরহাট বাজারে আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

জানা গেছে, শান্তিরহাট বাজারের পার্শ্ববর্তী জলিল সওদাগরের ভাড়া বাসার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়।

স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করে পরে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস সেখানে পৌঁছার আগেই ত্রিশটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- আব্দুস ছালামের চায়ের দোকান, আবু তালেবের কসমেটিকসের দোকান, সঞ্জয়ের ফার্মেসি দোকান, রুপনের মুদির দোকান, দেলোয়ারের ক্রোকারিজ দোকান, খুরশেদের হার্ডওয়ারের দোকান, জলিলের বসতঘর ও রফিক, ইসমাইল, মহসীন, সাহাবউদ্দিন, এমরান ও জসিমের ৮ টি ফার্নিচারের দোকান।

এছাড়াও দেলোয়ার, জালাল, শেখ আহমেদ ও আব্বাসের ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাতের ব্যাপারে জানা যাবে।

চাটগাঁর চোখ/এ আই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর