বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

পুলিশের সামনেই চাঁদাবাজদের এলোপাতাড়ি গুলি, ১১ লবণ চাষি আহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের সামনেই চাঁদাবাজরা গুলি চালিয়ে ১১ লবণ চাষিকে আহত করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে করিয়ারদিয়ার মাঝের চর লম্বাঘোনায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালীর আখতারুজ্জামান বাবুর বিরুদ্ধে ভুক্তভোগী লবণ চাষিরা লবণ চাষ ও মৎস্য খামারে বাধাদান ও চাঁদাবাজির অভিযোগ করলে পেকুয়া থানার এসআই উগ্যজাই মার্মা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে তদন্তে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতে ২০/২৫ জন সন্ত্রাসী লবণ চাষিদের উপর গুলি চালায়। এতে ১১ চাষি গুরুতর আহত হন।

আহতরা হলন- বদরখালীর ৪নং ওয়ার্ড়ের শাহ আলমের ছেলে নাসির উদ্দিন, বদরখালীর ২নং ওয়ার্ড়ের মগনামা পাড়ার মরহুম আলী আহমদের ছেলে জসিম উদ্দিন সরকার, ছাবের আহমদের ছেলে সালাহউদ্দিন সাকা, নাপিত খালী পাড়ার নুরুল আমিনের ছেলে দেলোয়ার, মাতারবাড়ীর ইউসুফ নবীর ছেলে জসিম উদ্দিন, দিলু আহমদ, আলী হাজীর ছেলে বারেক মিয়া, তালেব আলীর ছেলে জামাল উদ্দিন, হাজী সাহাব মিয়ার ছেলে বদর উদ্দিন, ফরিদ আলমের ছেলে আবদুর রহিম, লাল মিয়ার ছেলে মুরাদ ও ফরিদ আলমের ছেলে নুরুন্নবী।

পরে ঘটনাস্থল থেকে পেকুয়া থানা পুলিশ বাবু বাহিনীর এক সদস্যকে আটক করেছে। আটক ব্যক্তি মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের বাংলা বাজার এলাকার মো. হোসেনের ছেলে সাদেক হোসেন খোকা।

থানা সূত্র জানায়, মহেশখালীর কালারমারছরা ইউনিয়নের উত্তর নলবিলার আফজলিয়াপাড়ার মৃত ছমির জালাল প্রকাশ কালুর ছেলে আখতারুজ্জামান বাবুর বিরুদ্ধে হত্যা ধর্ষণ ডাকাতি চাঁদাবাজি ও প্রতারণাসহ ৩৫টি মামলা রয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, উজানটিয়া করিয়ারদিয়া এলাকায় পুলিশের সামনেই বাবুর গ্রুপ লোকজন চাষিদের উপর গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। এছাড়া অস্ত্রধারীদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করা হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর