বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

অনুপ্রবেশকালে লামায় মিয়ানমারের ৫৮ নাগরিক ধরা, ৫ দালাল আটক

কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের লামার আলীকদমে অনুপ্রবেশ করা শিশুসহ মিয়ানমারের ৫৮ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে বাংলাদেশি ৫ দালালকে আটক করা হয়েছে।

আটক দালালরা হলেন, উপজেলার দক্ষিণ নয়া পাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দীন (২৭), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২), খুইল্যা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনুমিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭) ও বাজার পাড়া এলাকার মো. আব্দু রহিমের ছেলে মো. নজুরুল ইসলাম (৪০) প্রমুখ।

শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকা থেকে তাদের হেফাজতে নেয়া হয়। এদের মধ্যে ১২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ১০ জন মহিলা ও ৩৭ জন শিশু। এসময় তাদের বহনকারী একটি মিনি ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরবাইক জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, আটক দালাল চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মিয়ানমারের নাগরিকদের আলীকদমের সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশের সহায়তা করে আসছিলেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চলছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর