মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ইটভাটা ও স'মিলে অভিযান

নাইক্ষ্যংছড়িতে ৪ লাখ ইট ও ৫ হাজার ঘনফুট কাঠ জব্দ

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে অবৈধ ইটভাটা ও স’মিলে অভিযান চালিয়ে ৪ লাখ ইট ও ৫ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, আজ রোববার কেআরই (KRE) ইটভাটায় তৃতীয়বারের মতো অভিযান চালনো হয়েছে। এর আগে আরো ২ বার অভিযান চালানো হয়েছিল এই ভাটায়।

সূত্র জানায়, রোববার (৫ জানুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইশরাত জাহান ইতুর নেতৃত্বে ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, তিন পার্বত্য জেলা বন ও পাহাড় সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন জয়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন এবং বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে কেআরই ইটভাটা থেকে আনুমানিক ৩ লাখ পাকা ইট এবং ১ লাখ কাঁচা ইট জব্দ করা হয়।
এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন,  পরিবেশ বিনষ্টকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ও অবৈধ করাত কলের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজুখাইয়া এলাকার আবুল কালাম মেম্বারের স’মিলকে ৫ হাজার টাকা এবং ফরিদুল আলমের স’মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফরিদুল আলমের স’মিলে মজুদকৃত প্রায় ৫ হাজার ঘনফুট আকাশমনি গাছ জব্দ করা হয়। অভিযান সন্ধ্যা নাগাদ চলে।

তবে স্থানীয়দের দাবি, আরো অবৈধ ইটভাটা এ এলাকায় পরিচালনা করা হলেও সেখানে অভিযান চালানো হচ্ছে না। তারা সেগুলোতেও অভিযান চালানোর দাবি জানান।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর