বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ইঞ্জিন বিকল, ৩৬ রোহিঙ্গা নিয়ে ভাসতে থাকা ট্রলার বাংলাদেশে

কক্সবাজার প্রতিনিধি

সাগরে ট্রলারের মধ্যেই গত ৫ দিন ধরে অবস্থান করছিলেন ৩৬ রোহিঙ্গা। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে রোববার টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল পয়েন্ট দিয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ট্রলারটি। এসময় তাদেরকে হেফাজতে নেয় বিজিবি। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১০ জন শিশু রয়েছ।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর বলেন, ‘মুন্ডার ডেইল পয়েন্টে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা। এক পর্যায়ে ট্রলারটি ভাসতে ভাসতে তীরে ভিড়ে। পরে ট্রলারে থাকা ৩৬ জন রোহিঙ্গাকে কূলে নামিয়ে আনা হয়।’

বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াবের পূর্বে নাশং এলাকার বাসিন্দা তারা। সাগর পথে তারা ইঞ্জিন চালিত কাঠের ট্রলারে করে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালান। গত ৫ দিন ধরে তারা সাগরে ট্রলারের মধ্যেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা বলেন, ‘রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে সরকারি বাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও যুদ্ধে অংশ নিতে রোহিঙ্গাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে।’

তাদের ভাষ্য মতে, ‘এতে কেউ অস্বীকৃতি জানালে তাদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন-নিপীড়ন। প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে চেষ্টা চালাচ্ছে।’ উদ্ধার হওয়া রোহিঙ্গাদের পুনরায় স্বদেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর জানান।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর