বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী আলীক্ষ্যং মৌজার মন্জুর কোম্পানির ১৭ নম্বর রাবার বাগানের সুপারভাইজারকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনার মধ্য দিয়ে উদ্বেগ- উৎকণ্ঠা ও শ্বাসরুদ্ধকর ৩ ঘণ্টার অবসান ঘটে।
অপহৃতের নাম ফুরকান আহমদ ( ৩৩)। তার পিতার নাম আবুল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে এ বাগানে চাকরি করছেন। বাগান মালিক মন্জুর আহমদ কোম্পানি এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাবার শ্রমিক সুলতান আহমদ ও মোহাম্মদ জুবাইর বলেন, মঙ্গলবার সকাল ৮ টার দিকে তাদের সুপারভাইজার ফুরকান আহমদ বাগানে আসেন। এ সময় একদল অস্ত্রধারী তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিষয়টি তারা দ্রুত মালিককে জানালে তিনি আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেন। এরপর পুলিশ অভিযানে গেলে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিয়ে দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যান।
পরে ফুরকান আহমদকে সকাল ১১টার দিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এ বিষয়ে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশ দ্রুত মুভ করায় অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিয়ে বাধ্য হন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাশরুরুল হক।
এনইউ/জই