মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা!

বিশেষ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এতে তাদের গাড়ির সামনের অংশের বাঁ-পাশ দুমড়ে-মুচড়ে যায়।

জানা যায়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির হাজী রাস্তার মোড়ে তাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।
লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। চালকের দাবি, তিনি ময়মনসিংহ থেকে মালামাল নিয়ে কক্সবাজার গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুকে দাবি করেন, এই ঘটনায় ইসকন ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হাত থাকতে পারে।

অন্যদিকে এডভোকেট সুলতান আনিস চৌধুরী নামে স্থানীয় একজন দাবি করেন, ওই গাড়িতে হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম ছিলেন না। চুনতি যাওয়ার সময় তারা ওই গাড়িতে গেলেও ফেরার সময় ভিন্ন গাড়িতে ছিলেন।
এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম। পরে তারা চুনতিতে গ্রামের বাড়িতে কবর জেয়ারত করতে যান।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর