সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

স্যান্ডেলের ভেতরে মিললো কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর খাইয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে রাউজানের এক যুবকের স্যান্ডেল থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এগুলোর ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। দাম এক কোটি ২০ লাখ টাকা।
রোববার দুপুর পৌনে বারোটার দিকে দ্বিজেন ধর (৩৯) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্যান্ডেল থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে পুলিশ। দ্বিজেন ধর চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশু ধরের ছেলে। বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী তিশা প্লাটিনামের একটি বাসে তল্লাশি চালিয়ে স্যান্ডেলের সোলে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানান, চট্টগ্রামের হাজারী লেন থেকে তিনি কুমিল্লায় যাচ্ছিলেন।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর