সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মায়ের কিডনি পেয়েও বাঁচলো না ছেলে

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় লালানগরে মায়ের কিডনি প্রতিস্থাপন করেও বাঁচানো গেলো না ছেলেকে। প্রতিস্থাপনের ৩ মাসের মধ্যে মারা গেলেন ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি আনার পথে জুলফিকার ইয়াসিন বাবু (২৫) নামে ওই ছেলের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।

পরিবার জানায়, বাবু তিন বছর আগে সৌদি আরবে যান। সেখানে একটি হোটেলে ১ বছর যাবত চাকরি করেন। পরে অসুস্থতা বোধ করলে হাসপাতালে গিয়ে জানতে পারেন তার কিডনিতে সমস্যা রয়েছে।

এরপর দেশে এনে প্রায় দেড় বছর যাবত ডায়ালোসিস করানো হয় বাবুকে। পরে তার মা জান্নাতুল ফেরদৌসের দেওয়া একটি কিডনি প্রতিস্থাপন করা হয় তার শরীরে।

এদিকে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা চালিয়ে যেতে এর মধ্যে তার বাবার জমানো সমস্ত সঞ্চয় ও জমিজমা বিক্রি করে দিতে হয়েছে। নিহত বাবুর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর মিয়াজি বাড়িতে। তিনি ওই এলাকার হাফেজ আলমগীরের ছেলে। শুক্রবার সকালে জানাজা শেষে তার মৃতদেহ দাফন করা হয়।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর