নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এবার সার্বক্ষণিক গাড়ি দিয়ে টহল দিচ্ছে বিজিবি। ফলে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি বিজিবির।
সীমান্তের বাসিন্দারা জানান, সীমান্তে চোরাকারবার বেড়েছে গত ২ বছর ধরে। সীমান্ত এলাকা ঘনজঙ্গলে পরিপূর্ণ হওয়ায় বিজিবি অভিযান চালালেও চোরাকারবারীরা সটকে পড়তো।
বিজিবি সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির আওতাধীন নিকুছড়ি ধেকে আলীকদম সীমান্ত পর্যন্ত বিজিবি আগে দুই উপায়ে পাহারা দিতো। যার একটি হলো- পায়ে হেঁটে এবং অন্যটি হলো- অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে। এর মধ্যে আঁকা-বাঁকা ও উঁচু-নিচু সীমান্ত সড়কে পায়ে হেঁটে চোরাচালান বন্ধ কষ্টসাধ্য ছিল। ফলে চেরাকারবারীরা অনেকটা পার পেয়ে যেত। ফলে অভিযান ব্যর্থ হতো। তবে গত কয়েক সপ্তাহ ধরে বিজিবি সার্বক্ষণিক গাড়ি নিয়ে টহল দিচ্ছে। এতে চোরাচালান অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্নেল সাহল আহমদ নোবেল বলেন, এবার সব ধরনের চোরাকারবার বন্ধে সুক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। এ ছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতেও তার বাহিনী সোচ্ছার বলে জানান লে: কর্নেল সাহল আহমদ।
এনইউ/জই