নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রচেষ্টাকে কঠোর হস্তে দমনের লক্ষ্যে আজ ০৯/১২/২৩ তারিখ রোজ শনিবার মহানগর ও বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক একাধিক দোকানে অর্থদণ্ড ও জরিমানা আদায় করা হয়।
মীরসরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান নেতৃত্বে ০৩ টি মামলায় ০৩ জনকে অভিযুক্ত করে ৮০০০/- টাকা , আনোয়ার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন নেতৃত্বে ০৫ টি মামলায় ০৫ জনকে অভিযুক্ত করে ১০০০০/- টাকা, সাতকানিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আরাফাত সিদ্দিকী এর নেতৃত্বে ০৫ টি মামলায় ০৫ জনকে অভিযুক্ত করে ৩২০০০/- টাকা, বাঁশখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আবদুল খালেক পাটওয়ারী সিদ্দিকী এর নেতৃত্বে ০৩ টি মামলায় ০৩ জনকে অভিযুক্ত করে ১৩০০০/- টাকা, রাউজান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রিদুয়ানুল ইসলাম এর নেতৃত্বে ০৯ টি মামলায় ০৯ জনকে অভিযুক্ত করে ২৫০০০/- টাকা, সীতাকুণ্ড উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে ০৪ টি মামলায় ০৪ জনকে অভিযুক্ত করে ২৭০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও মহানগর এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ৩ জনকে ৩ টি মামলায় ২৫০০০/- টাকা জরিমানা আদায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে মেসার্স আব্দুল মাবুদ সওদাগর এর দোকানে
১০ হাজার টাকা অর্থদণ্ড সহ সর্বমোট ৩৩ টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে ও বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।