বুধবার, ১৮ জুন ২০২৫

চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বনবিভাগের কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে মোহাম্মদ শরীফ (২২) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন। তিনি জানান, গ্রেপ্তার মোহাম্মদ শরীফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক ও মামলার অপর আসামি মনির খানের (২৩) সহযোগী। মনির খান কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের তেতৈয়া এলাকার বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা জসিম বলেন, গত শুক্রবার বিকেলে কক্সবাজার সদর বনবিভাগের পিএমখালী রেঞ্জ অফিসে গিয়ে মোহাম্মদ শরীফ বন কর্মকর্তা মো. ফারুক আহমেদ বাবুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা কর্মসূচি ঘোষণা করবে বলে হুমকি দেন। এসময় তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মনির খানের সহযোগী বলে দাবি করেন। মনিরের নির্দেশে তিনি সেখানে গিয়েছেন বলেও জানান। এসময় বিষয়টি মিটমাট করতে তিনি বন কর্মকর্তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরে বন কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল বাদী হয়ে ২ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করলে  পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মোহাম্মদ শরীফকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ফারুক আহমেদ বাবুল বলেন, তার কাছে চাঁদা দাবির সময় তিনি কৌশলে দুজনের কথোপকথনের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে রেখেছেন। তিন আরো বলেন, আমি বিষয়টি বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করি। তাদের পরামর্শের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছি।

এ ব্যাপারে সমন্বয়ক মনির খানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

আন্দোলনকারীদের স্থানীয় ছাত্র প্রতিনিধি শাহেদুল ইসলাম শাহেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারে সমন্বয়ক নামের কোনো পদ ও কমিটি নেই। গ্রেপ্তার মোহাম্মদ শরীফ ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত কেউ নন। তবে মনির খানের ছাত্র প্রতিনিধি হিসেবে আন্দোলনের সকল পর্যায়ে অংশগ্রহণ থাকলেও ঘটনার সাথে সম্পৃক্ত কিনা অবগত নই। ঘটনার ব্যাপারে স্থানীয় ছাত্র প্রতিনিধিরাও খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি।

 

এনইউ/জই

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর