পারিবারিক কলহের জেরে ফটিকছড়ির জাফতনগরে দুই সহোদর খুন হয়েছে। নিহত দুজনের নাম যথাক্রমে নুরুল আলম প্রকাশ ননাই (৩৭) ও মুহাম্মদ আলমগীর (৩৫)। তারা মৃত ছমদ আলীর পুত্র।
এ ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছেন। এর মধ্যে বোরহান (৩৫) নামের একজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ৫টার দিকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে তার স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ চলছিল।
দিনের পর দিন ওই কলহ বাড়তেই থাকে। একপর্যায়ে তাদের স্বামী স্ত্রীর কলহ পুরো পারিবারিক কলহে রূপ নেয়।
ঝগড়াঝাটি থেকে তাদের মধ্যে মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে। বিচ্ছেদ হলেও বউ স্বামীর বাড়িতেই থাকতো।সমস্যাটি মূলত ছমদ আলীর এক ছেলে করি ও তার স্ত্রির মধ্যে।
বিভিন্নভাবে কলহের সাথে করিমের চার ভাইও জড়িয়ে পড়ে। তারা চারজনই প্রবাসী।
স্থানীয় একটি চক্র উক্ত পারিবারিক কলহের সুযোগে এক পক্ষকে হাতে নিয়ে করিম এবং তার ভাইদের এলাকায় আসতে দিতো না।
সরকার পরিবর্তন হবার পর করিমসহ তার ভাইয়েরা বাড়িতে আসার পরিকল্পনা করে। শেষে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাড়িতে আসে। তারা বিকালে ধরালো অস্ত্র দিয়ে করিম, তার গোলমেলে স্ত্রী ও মেয়েকে জখম করে। এতে স্থানীয়রা এগিয়ে এলে তাদের উপরও হামলা করে করিম গং।
পরবর্তীতে স্থানীয়রা জড়ো হয়ে ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর জানান, বউ ছাড়াছাড়িকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে রক্তপাতের ঘটনা ঘটেছে।
এমএ/ জই