মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

মোটর সাইকেলের পেছনে বসিয়ে দুর্বৃত্তরা তুলে নিয়ে যাচ্ছিল শিবির নেতাকে

ফটিকছড়ি প্রতিনিধি

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে এক শিবির নেতাকে অপহরণের ১ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাকে উপজেলার জাফত নগর ইউপির জাহানপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তিনি ফটিকছড়ি উত্তর পূর্বের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন সিকদার।

তিনি বলেন, আজকে ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলনে অতিথি হিসেবে রাশেদ চৌধুরী আসেন।

কর্মী সম্মেলন শেষে তিনি সন্ধ্যা সাতটার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝংকার মোড়ে যান।

সেখান থেকে তার মোটরসাইকেলের পিছনে দুজন সন্ত্রাসী উঠে পড়ে। পরে পিছন থেকে অস্ত্র ঠেকিয়ে তাকে নিয়ে যাচ্ছিল।

এমন সময় আজাদী বাজার ফেলে যাওয়ার পর মানুষজন দেখলে গাড়ি ফেলে দৌড়ে পালায় সন্ত্রাসীরা । পরে তাকে স্থানীয়রা তাকে কবরস্হান এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন আমরা থানায় গিয়েছি মামলা প্রক্রিয়াধীন আছে। যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। এখন ইউএনওর কাছে যাচ্ছি।

অপহৃত শিবির নেতা রাশেদুল ইসলাম বলেন, আমাকে নাজিরহাট থেকে আমার পরনে থাকা পাঞ্জাবি মুখে পেচিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আমাকে জাহানপুর এলাকার একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ ঘটনার পর তার সন্ধান মিলেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানা যাবে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর