চট্টগ্রামে সহিংসতায় নিহত সন্দ্বীপ উপজেলার মাহিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল সাড়ে এগারটায় সাম্প্রতিক সহিংসতায় নিহত দেশের বিভিন্ন এলাকা থেকে গনভবনে আগত ৩৪ পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করার এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিহত মাহিনের মা ও তার স্বজনদের সাথে কথা বলেন।
তিনি মাহিনের মা’কে জড়িয়ে ধরেন এবং পরে তার হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা ও দশ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।
এ সময় গনভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী এ আরাফাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিগত ১৮ জুলাই বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বহদ্দারহাট-মুরাদপুরে সহিংসতার সময় বাসায় ফেরার পথে নিহত হন দোকান কর্মচারী মাহিন (সাইমন)।
নিহত মাহিন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের মৃত আমিনুর রসুল ড্রাইভারের ছেলে।
শনিবার সকালে আকস্মিক বঙ্গভবন থেকে সন্দ্বীপ থানার মাধ্যমে মাহিনের পরিবারের কাছে ঢাকা যাওয়ার বার্তা আসে।
পুলিশের তত্ত্বাবধানে নিহত সাইমনের মা,তার খালা-খালু ও এলাকার ইউপি সদস্য তৌহিদুল মাওলা রুবেল শনিবার সন্ধ্যায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছেন এবং পুলিশের তত্ত্বাবধানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়।
মাহিনের মা রহিমা বেগম জানান,”সংসারে উপার্জন করার মত আমার আর কেউ নেই। এ সময় প্রধানমন্ত্রীর সহানুভূতি ও সহায়তায় আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।”
এমএ/ জই