দীর্ঘ ১৭ মাস পর ব্রাজিল ফুটবল দলে ফিরলেন নেইমার।বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেইমারকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে চোট পান নেইমার। এরপর এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান এই ফরোয়ার্ড।
২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে (পিএসজি) সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সৌদিতে দলের হয়ে সাত ম্যাচ খেলে ৩টি গোল করেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্বে ১২ ম্যাচ শেষে পাঁচ জয়, ৪ হার ও তিন ড্র’তে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবলে টেবিলের পঞ্চম স্থানে আছে ব্রাজিল। ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে
আর্জেন্টিনা। টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পাবে।
আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে ২৩ সদস্যের ব্রাজিল।
চাটগাঁর চোখ/স্পোর্টস ডেস্ক