পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় ডুলহাজারা ক্রীড়া সংসদ মগনামা খেলোয়াড় সমিতির মুখোমুখি হয়।
প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় ডুলহাজারার ফরোয়ার্ড সাজ্জাদ, শাকির ও মোল্লার যৌথ আক্রমণে মগনামার ডিফেন্সকে ভেদ করে ওঠে আসা গোলরক্ষকের ভূলে সাজ্জাদের শর্ট ফাঁকা বক্সের জালে জড়ালে ডুলহাজারা ১-০ গোলে এগিয়ে যায়। ২৫ মিনিটের মাথায় মিনহাজের আলতো শর্ট মগনামার গোলরক্ষক সাইফুলকে ফাঁকি দিয়ে আবারো গোল। মগনামার জমিরের হেড নিশ্চিত গোল করতে অক্ষম হলে ২-০ ব্যবধানে ১ম পর্ব শেষ হয়।
আক্রমণ পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধের খেলায় উত্তেজনাপূর্ণ খেলার ৫ মিনিটের ডুলহাজারার সাজ্জাদের কর্ণার কিক থেকে ডিফেন্ডার মেহেদী গোল করলে ডুলহাজারা ৩-০ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-০ গোলে জয় লাভ করে ডুলহাজারা ক্রীড়া সংসদ সেমিফাইনালে জায়গা করে নিল।
মগনামার জুম্মন, ন্যানি, জমির আক্রমণ করেও গোলে পরিণত করতে পারেনি। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ডুলহাজারা ক্রীড়া সংসদের মিনহাজ।
খেলা পরিচালনা কমিটির সভাপতি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো,ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ, প্রধান মেহমান পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল হাশেম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফয়জুন্নিছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো, ইউসুফ, শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম, ইয়ার আলীখান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ, মেহেরনামা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামশুদ্দোহা, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, হোসনে আরা বালি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা আলী, বাংলাদে পল্লীউন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুল হাফেজ, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বদরখালী ইউনিয়ন বিএনপি নেতা মো, হোছাইন কালু, সংযুক্ত আরব আমিরাত শাখা বিএনপির সদস্য বেলাল উদ্দিন, প্রবাসী ঐক্য পরিষদ নেতা রেজাউল করিম, ওয়াহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল হালিম।
চাটগাঁর চোখ/ এমএ