মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

শুরু হয়েছে চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চট্টগ্রামে আজ (সোমবার) থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। চট্টগ্রামের ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে রাইফেল ক্লাব চট্টগ্রাম এর সহযোগিতায় নগরীর রাইফেল ক্লাবে অনুষ্টিত টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর নাসিফ, চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য মো: হোসাইন আল ওসমান, এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

টুর্নামেন্টে শুধুমাত্র চট্টগ্রামের ২১২ টি দল ৪টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। ৬দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। পুরস্কার হিসেবে প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, রানার আপ দল পাবে ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দল পাবে ১০ হাজার টাকা।

৩২ টি বালক দল (অনুর্ধ্ব ১৮), ১২০ টি পুরুষ দল (১৮-৪৫), ২৯ টি প্রবীণ দল (৪৫ উর্ধ্ব) এবং ৩১ টি নারী দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, “চট্টগ্রামে এত বড় টুর্নামেন্ট এর আগে হয়নি। সকল উপজেলা এবং নগরীর খেলোয়াড়েরা অংশ নিয়েছে। খেলোয়াড়দের জন্য আমরা একটি উডেন ফ্লোরের জিমনেসিয়াম করতে চাই৷ এছাড়া জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় কালুরঘাট ব্রীজের পাশে একটি ইনডোর স্টেডিয়াম এর কাজ শুরু হয়েছে। আউটডোর শ্যুটিং এর জন্য আমরা চট্টগ্রাম রাইফেল ক্লাবকে ৩ একর জায়গা বরাদ্দ দেব।”এসময় জেলা প্রশাসক আসন্ন ফুল উৎসবে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান।

NU/RT/CC

সর্বশেষ

এই বিভাগের আরও খবর