মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

জেলা প্রশাসন, চট্টগ্রাম এর আয়োজনে এবং চট্টগ্রাম রাইফেল ক্লাবের সহযোগিতায় ২১২ টি দল নিয়ে আগামী বছরের প্রথম দিনে শুরু হতে যাচ্ছে “জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪”

শুধুমাত্র চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা এমন খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হবে এ টুর্নামেন্ট।

এ টূর্ণামেন্টে অনুর্ধ্ব ১৮(বালক) এর ৩২ টি দল, ১৮ থেকে ৪৫ বছর বয়সী (পুরুষ) ১২০টি দল, ৪৫ এর উর্ধ্বে (প্রবীণ) ২৯ টি দল এবং ৩১ টি নারী দল অংশগ্রহণ করেছে।

আগামীকাল ০১/০১/২০২৪ তারিখ বিকাল ৩টায় চট্টগ্রাম রাইফেল ক্লাবে চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মহোদয় এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন। উক্ত অনুষ্ঠানে সকল সাংবাদিক ভাইদের উপস্থিতি কামনা করছি।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর