বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক

টানা দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। পাশ করার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বল করতে পারবেন না তিনি। আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সব ধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি।

জানা যায়, চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় সাকিবের কনুই ২৫ ডিগ্রি বা তার বেশি ভেঙেছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত তার কনুই বাঁকাতে পারবেন।

তবে চাইলেই সাকিব যেকোনো সময়েই বসতে পারবেন বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায়। কিন্তু এতে পাশ করলেও থাকবে নো বল ডাকার ঝুঁকি। আম্পায়ার নো ডাকলে, এক বছরের জন্য নিষিদ্ধ হবেন। এবং এই সময়ে কোনো পরীক্ষাই দিতে পারবেন না একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় পাশ করতে না পারার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সাকিবের থাকা হচ্ছে না।

উল্লেখ্য, কাউন্টি খেলতে গিয়ে ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সন্দেহের মুখে পড়েন সাকিব। এরপর প্রথমে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং একশনের পরীক্ষা দেন, সেই পরীক্ষায় পাশ করতে পারেননি। এবার দ্বিতীয়বারের মত এবার ফেল করলেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর