বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

‘স্বপ্নতরীর’ পালে পাঁচ নম্বর ওয়ার্ডের বিজয়ের হাওয়া

কাথরিয়ার ফাইন্যাল ফুটবল ম্যাচ

ক্রিড়া প্রতিবেদক

‘বাঁশখালীর কাথরিয়ার ঐতিহ্যবাহী স্বপ্নতরী সংঘ আয়োজিত ওয়ার্ড ভিত্তিক অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনালে বিজয়ী হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ড।

আজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ইউনাইটেড স্বপ্নতরী (৫ নং ওয়ার্ড) বনাব ডমিনেটরস স্বপ্নতরী (৬নং ওয়ার্ড)।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নতরী সংঘের উপদেষ্টা ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী, উদ্বোধন করেন সমাজকর্মী আহসান হাবিব সেলিম। সভাপতিত্ব করেন আলফাজ প্রপ্রর্টিজ ডেভলপমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান ও স্বপ্নতরী সংঘের উপদেষ্টা রায়হানুল ইসলাম চৌধুরী। পুরো খেলায় গানে গানে মঞ্চ মাতান জনপ্রিয় সংগীত শিল্পী জিসান শীল।কাথরিয়া বাগমারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জমজমাট এ ম্যাচ এলাকার ক্রীড়ামোদীরা উপভোগ করেন।

এমএ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর