বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বিপিএলে পেছনে ফেললেন আমিরকে

৭ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশি বোলারদের মধ্যে যা সর্বোচ্চ উইকেট শিকারের নজির। বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলেন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি।

এতদিন বিপিএলে সেরা বোলিং ফিগার ছিল পাকিস্তানের ফাস্টবোলার মোহাম্মদ আমিরের। ২০২০ সালের বিপিএলে খুলনার হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আমির।

এছাড়া টি-টোয়েন্টিতে এর আগে সাত উইকেট পাওয়ার ঘটনা আছে দুটি। মালয়েশিয়ার সায়ারুল ইজাত ইদ্রুস ২০২২ সালে চীনের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৮ রানে ৭ উইকেট নিয়েছেন। তারও আগে ২০১৯ সালে কলিন আকারম্যান ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্ট টুর্নামেন্টে।

বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস (০) আর তানজিদ হাসান তামিমকে (৯) তুলে নেন তাসকিন আহমেদ। এরপর শাহাদত হোসেন দিপু আর স্টিফেন এক্সিনজি ৪৭ বলে ৭৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। স্টিফেন ২৯ বলে করেন ৪৬। আর দিপু ৪১ বলে ৫০ রানে তাসকিনের তৃতীয় শিকার হন। ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ছোট্ট একটা ঝড় তুলেছিলেন। তাকে থামান মোহর শেখ। পরের সময়টা কেবলই ছিল তাসকিনের। একে একে তুলে নেন শুভাম রনজি (২৪), চতুরাঙ্গা ডি সিলভা (১), আলাউদ্দিন বাবু (১৩) ও মুকিদুল ইসলামকে (০)। এর মাঝে ইনিংস এবং নিজের শেষ ওভারেই নিয়েছেন তিন উইকেট। বিপিএলের ইতিহাসে এটি ২১তম ৫ বা ততধিক উইকেট শিকারের ঘটনা। চলতি আসরে প্রথম।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর