বাংলাদেশের হয়ে এসএ গেমসে স্বর্ণজয় করা শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই। সোমবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনিবশেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
তাঁর বাবা জানান, সাদিয়া আর নেই। দুপুর ২টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। তিনি আরো জানান, আজ রাত আটটায় নগরীর হামজারবাগস্থ মোমিনবাগ অনির্বাণ ক্লাব প্রাঙ্গণে সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। কয়েক বছর আগে আগুনে পুড়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।
এনইউ/জই