সাফ উইমেন’স ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের রেকর্ড গড়তে আরো একধাপ এগিয়ে গেলেন বাঘিনীরা। টুর্নামেন্টের শুরুতে ধীরগতিতে চললেও পরে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন তারা। একের পর এক বাধা টপকে এখন ফাইনালে বাংলাদেশ দল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় তারা।
গতবারের মতো এবারও উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। ম্যাচে শুরু থেকেই আক্রমণ করতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটে ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়ালেও বল যায় বাইরে। তবে গোল মিলেনি। সপ্তম মিনিটে গোছালো আক্রমণে ভুটানের প্রতিরোধের বাঁধ ভাঙে বাংলাদেশ। তহুরার পাস ধরে বাম পায়ের জোরাল শটে জাল খুঁজে নেন ঋতুপর্ণা। ব্যবধান দ্বিগুণ হতে পারত দ্বাদশ মিনিটে। এবার ঋতুপর্ণার ক্রসে সাগরিকার হেড গোলরক্ষককে বোকা বানিয়ে ছুটছিল লক্ষ্যে। কিন্তু গোললাইন থেকে হেডে ফেরান ইদোন দর্জি। তিন মিনিট পর তহুরার শট আটকাতে পারেননি কেউ। শিউলি আজিমের পাস দ্বিতীয় প্রচষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে শরীর ঘুরিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
২৩ মিনিটে ডেমা নামগাইয়েলের শট ফিস্ট করে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন রূপনা চাকমা। একটু পর ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু সাবিনার পায়ের কারিকুরিতে ডিফেন্ডারদের কাটিয়ে নেওয়া শট দূরের পোস্টে লেগে ফিরে আসে। চলতি আসরে বাংলাদেশ অধিনায়কের গোলের অপেক্ষা ফুরায় ২৬ মিনিটে। মনিকার আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় ব্যবধান বাড়ান সাবিনা। ৩৫ মিনিটে আবারও তহুরার ঝলক। গোলরক্ষককের মাথার ওপর দিয়ে বল জড়ায় জালে। দুই মিনিট পর বাম দিক দিয়ে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন সাবিনা। প্রথমার্ধের একেবারে শেষভাগে ব্যবধান কমিয়ে ভুটানের আশা বাঁচিয়ে রাখেন ডেকি লাহজম। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে ভুটান। একবার কিছুটা গড়বড় পাকিয়েও ফেলেছিলেন রূপনা। তবে বল তার গ্লাভস গলে বেরিয়ে গেলেও বিপদের কারণ হয়নি। ৫৮ মিনিটে আবারও পাদপ্রদীপের আলোয় তহুরা। ঠান্ডা মাথায় দেখেশুনে বাম পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। সাফের আঙিনায় এটি তহুরার প্রথম হ্যাটট্রিক। চলতি আসরে ২১ বছর বয়সী এই তারকার গোল হলো ৫টি। ৭২ মিনিটে সানজিদার কর্নারে শিউলি আজিম হেডে স্কোরলাইন ৭-১ করেন।
এনইউ/জই
ভুটানকে উড়িয়ে এবারও সাফের ফাইনালে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী নেপাল
স্পোর্টস ডেস্ক