চট্টগ্রাম টেস্টের জন্য আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে তাসকিন আহমেদের জায়গায় ডাক পেলেন সৈয়দ খালেদ আহমেদ। মূলত সামনের ব্যস্ত সূচির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিনকে।
সর্বশেষ ভারত সফরে দলে ছিলেন খালেদ। ওই সফরের ১৬ জনের দল থেকে তাকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াড সাজায় বিসিবি। এক ম্যাচ পরই দলে ফিরলেন ৩২ বছর বয়সী পেসার।
তাসকিন অবশ্য প্রথম টেস্টেও বিশ্রামেই ছিলেন। স্পিন সহায়ক উইকেটে একমাত্র পেসার হিসেবে একাদশে নেওয়া হয় হাসান মাহমুদকে। তিনি ছাড়া এবার দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে পেস বিভাগে থাকছেন খালেদ ও নাহিদ রানা।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে চলে যাবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
এরপর দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সফরে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ। সামনের এই ব্যস্ত সূচির কারণে তাসকিনের পাশাপাশি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও চট্টগ্রাম টেস্টের জন্য বিবেচনা করা হয়নি।
প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ হওয়া ব্যাটিং অর্ডারেও কোনো পরিবর্তন আনা হয়নি। নিজেদের সামর্থ্য দেখানোর তাই আরেকটি সুযোগ পাচ্ছেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী মঙ্গলবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি খেলতে শনিবার বন্দর নগরীতে আসবেন টাইগাররা।
এনইউ/জই