মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

কুককে ছুঁলেন জো রুট

স্পোর্টস ডেস্ক, চাটগাঁর চোখ

জো রুট ছুঁলেন অ্যালেস্টর কুককে। ৩৩তম শতরান করলেন রুট। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড রয়েছে কুকের। তাঁকে ছুঁলেন রুট।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করলেন জো রুট। ছুঁলেন অ্যালেস্টর কুককে। ৩৩তম শতরান করলেন রুট।

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড রয়েছে কুকের। তাঁকে ছুঁলেন রুট।

১৪৫তম ম্যাচে ৩৩তম শতরান করলেন রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৬ বলে ১৪৩ রান করেন তিনি। শ্রীলঙ্কা টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ওপেনার বেন ডাকেট ৪০ রান করলেও ড্যান লরেন্স (৯) এবং অধিনায়ক অলি পোপ (১) রান পাননি।

রুট এবং হ্যারি ব্রুক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু ব্রুক ৩৩ রান করে আউট হয়ে যান।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর