মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

২৫ ফেব্রুয়ারি মহিমান্বিত রজনী ‘ শবে বরাত’

আগামী ২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত। এই রজনীকে মুসলমানদের বিশেষ ইবাদতের পাঁচ রজনীর একটি বলা হয়।
এই বিশেষ রজনীতে মহান আল্লাহ্ তাঁর সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের উপস্থিতিতে অনুষ্টিতন
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে চাঁদ দেখার পর শবে বরাতের তারিখ জানানো হয়।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

এ ছাড়া এ রাতকে দুআর রাত, ভাগ্য রজনী, বরকতময় রাত, নিসুফু শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাফাআতের রাত, ক্ষমার রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত, জীবন রাত্রি, তকদিরের রাত ও অন্য আরও অনেক নামে ভূষিত করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর