গাউছুল মোকাররম, শাহসূফি হাফেজ মাওলানা ছৈয়দ নজীর আহমদ শাহ্ (ক:) ৬৫তম বার্ষিক ওরশ নগরীর দক্ষিণ আগ্রাবাদ ছোটপোল আস্তানায়ে নজীর ভান্ডার দরবারে ১৩ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হয়।
ওরশ উপলক্ষে মিলাদ মাহফিলে মাওলানা সৈয়দ আখতার কামাল শাহ্ আল মাইজভান্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবারের রহমান মঞ্জিলের পীরে তরিকত্ব শাহজাদা মাওলানা ছৈয়দ বদরুদ্দোজা আল মাইজভান্ডারী। আখেরি মুনাজাত পরিচালনা করেন সৈয়দ মিফতাহুন নুর আল মাইজভান্ডারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা ছৈয়দ জাফর সাদেক (মা.জি.আ.), জোনাইদুল আনোয়ার (মা.জি.আ.) হাফেজ নগরী, ছৈয়দ মুহাম্মদ ফরিদ উল আনোয়ার হাফেজ নগরী (মা.জি.আ.), নায়েবে সাজ্জাদানশীন শাহ্জাদা ছৈয়দ মিনহাজুল আবেদীন (রিফাত শাহ্) মাইজভান্ডারী (মা:জি:আ:)।
মাহফিলে বক্তারা বলেন, ইসলামের প্রচার প্রসারে আউলিয়া কেরামগণ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আল্লাহর মকবুল আউলিয়াগণের সাথে সম্পর্ক রাখলে তারা কুরআন-সুন্নাহর আলোকে জীবন ধারণের পথ দেখান।
এদিকে কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় আগ্রাবাদ মৌলভীপাড়া মরহুম আলী মোহাম্মদ মাইজভান্ডারীর বাড়ি থেকে জুলুছ সহকারে মাজারে রওয়ানা। সকাল ১০টায় গোসল, গিলাপ ছড়ানো, বাদে জুমা খতমে কুরআন, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা জিকির ও ছেমা মাহফিল।
এনইউ/জই