মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

স্থানীয় নির্বাচন: জামায়াত চায় আগে, পরে বিএনপি

বিশেষ প্রতিনিধি

জাতীয় নির্বাচনের আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে- এই ইস্যুতে এখন মাঠে থাকা দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলো চাইছে আগে জাতীয় নির্বাচন। অন্যদিকে জামায়াত ও নাগরিক কমিটির মত দলগুলো চাইছে আগে স্থানীয় সরকার নির্বাচন।

এরমধ্যে বিএনপির নেতরা তাদের দাবির পক্ষে কারণ উল্লেখ করে বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দাবি করছে, তাদের সরকার পদত্যাগ করেনি, তাদের উৎখাত করা হয়েছে। ফলে তাদের সরকার প্রধান এখনো নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন। এতে তাদের অনুসারীরা দেশে একটি বিশৃ্ঙ্খলা তৈরির চেষ্টা করছে। এজন্য জাতীয় নির্বাচন হয়ে গেলে তাদের সেই ষড়যন্ত্রের আর সুযোগ থাকবে না।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। একই সাথে বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের চাহিদা অনুযায়ী আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। তারপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা জানান।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর