বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সন্দ্বীপ উপজেলা শাখার ১৫টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট আবু তাহের ও সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরের যৌথ স্বাক্ষরে অনুমোদিত কমিটিগুলো রবিবার রাতে বিএনপির সন্দ্বীপ শাখার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বৃহত্তম ইউনিয়ন মুছাপুরে ৭৫ সদস্যবিশিষ্ট এবং অন্যান্য ইউনিয়নে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদন অনুযায়ী হারামিয়া ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দীন আহমদ, রহমতপুরে সভাপতি হাসানুজ্জামান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, আজিমপুরে সভাপতি আনোয়ার হোসেন রিপন, সাধারণ সম্পাদক মো. এহছান, মুছাপুরে সভাপতি সোলাইমান বাদশা সাধারণ সম্পাদক ইদ্রিছ আলম, মগধরায় সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক মো. আলমগীর, মাইটভাঙ্গা ইউনিয়নে সভাপতি হুমায়ুন কবির মেম্বার সাধারণ সম্পাদক ডা.ইব্রাহিম রাজু, সারিকাইতে সভাপতি গাজী মো. হানিফ সাধারণ সম্পাদক শওকত আলী রাজু, হরিশপুরে সভাপতি ইউছুপ আলী মেম্বার সাধারণ সম্পাদক ইসমাইল, বাউরিয়ায় সভাপতি হাজী সালাহউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কালাপানিয়া ইউনিয়নে সভাপতি হুমায়ুন কবির বাহার সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন, গাছুয়ায় আব্দুর রহিম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সন্তোষপুরে সভাপতি শামসুদ্দীন মেম্বার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আমানউল্যায় সভাপতি মহিউদ্দিন বাহাদুর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, দীর্ঘাপাড়ে সভাপতি দেলোয়ার হোসেন সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন এবং উরিরচর ইউনিয়নে সভাপতি মো. আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের নির্বাচিত হন।
এনইউ/জই