বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আনম শামসুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হাসপাতালে আনম শামসুল ইসলাম শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন জামায়াত আমির। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন। এসময় জামায়াত আমির আনম শামসুল ইসলামের আশু আরোগ্য কামনায় দোয়া করেন।
এনইউ/জই