এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে বাংলাদেশে নমরুদ যুগের অবসান হয়েছে। এখন আমাদের ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যত রচনা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলা, আমোদ প্রমোদের ব্যবস্থা করলে ছেলে মেয়েরা খারাপ পথ থেকে রক্ষা পাবে।
তিনি শুক্রবার (১১ অক্টোবর) বিকালে চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্নেল অলি বলেন, সবাই মিলে কাজ করুন, শান্তি শৃংখলা বজায় থাকবে। আগামীতে চন্দনাইশবাসীকে এক জায়গায় আনার জন্য এ ধরনের আয়োজন আরো করতে হবে। দেশের মানুষকে এটাই বলবো নমরুদের জামানা শেষ। নমরুদ নাই, ফেরাউন নাই, যারা টাকা লুন্ঠন করেছে, ব্যাংক ডাকাতি করেছে এবং আইনশৃংখলা নষ্ট করেছে, খুন, গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছে, তারা এখন নেই এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসারও কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ১৯৭১ সালের পর এদেশে কোনো রাজনৈতিক দল ছিল না। একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল। ৭১ এর পর থেকে তারা যতবার ক্ষমতায় এসেছে, জনগণের সম্পত্তি লুন্ঠুন করেছে। হিন্দুদের জায়গা জমি দখল, দোকানপাঠ লুন্ঠন করেছে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, বিএনপি নেতা এম এ হাশেম রাজু।
প্রধান বক্তা ছিলেন সিআইপি এম হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন এলডিপির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ওমর ফারুক, এলডিপি নেতা আকতার আলম, আইনুল কবির, মহিউদ্দীন, আবু ছৈয়দ, শহীদ প্রমুখ।
এদিকে কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এনইউ/জই