হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সন্দ্বীপের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতাকে প্রধান আসামি করে মোট ৩৭ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২)।
সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান এবং স্থানীয় দু’ সংবাদকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে উক্ত মামলায়।
সন্দ্বীপ পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার নাছির উদ্দীন বাদী হয়ে রোরবার সন্দ্বীপ থানায় মামলাটি দায়ের করেন। সন্দ্বীপ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান , আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এনইউ/জই