শারীরিকভাবে অসুস্থ, বন্দি ও নির্বাক জীবন পার করতে করতে ক্লান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন পরিবর্তিত পরিস্হিতিতে স্বস্তিতে, স্বজনদেন নিয়ে আছেন খোশমেজাজে। নামাজ কালাম,পরিবারের সদস্যদের সাথে গল্প করেই কাটছে সময় তাঁর।দেশের বাইরে কোথায় চিকিৎসা হবে রাখছেন সে খবরও।
এর মধ্যে দেশে এসেছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও। তিনি এসেছেন লন্ডন থেকে।গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন। শর্মিলা রহমান সিঁথি এখন ম্যাডামের বাসভবন ফিরোজায় আছেন।
সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান।
এদিকে শর্মিলা রহমানের ঢাকা আসাকে কেন্দ্র করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি আবার সামনে এসেছে। যদিও বিএনপির ও চিকিৎসকদের পক্ষে থেকে বলা হচ্ছে- ফ্লাইট করার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা সৃষ্টি হলে তাকে বিদেশে নেওয়া হবে।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য নেওয়া হতে পারে। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের ৩ জন চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার অস্ত্রোপচার করে গেছেন।
শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও মানসিকভাবে ভালো আছেন তিনি।
এমএ/ জই