শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নিহতদের স্মরণে মোনাজাত করেছেন আ’লীগ নেতারা

রাজনীতি ডেস্ক :

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘিরে সারাদেশে বিক্ষোভ ও সহিংসতায় ১৫০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিক্ষোভ ও সহিংসতায় নিহতদের স্মরণে আজ মোনাজাত করেছেন আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার (৩০ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোনাজাত করা হয়।

এদিকে কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে সরকার।

শোক পালনের সময় সবাই কালো ব্যাজ ধারণ, এ ছাড়া আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে বলে গতকাল জানানো হয়।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এক প্রতিবেদনে নিহতের সংখ্যা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জন নিহতের তথ্য জানিয়েছিলেন। আজ সেটা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, গতকাল রোববার (২৮ জুলাই) সচিবালয়ে কোটা সংস্কার আন্দোলনে ১৪৭ জনের নিহতের খবর পাওয়া গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতা-কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলেও জানান মন্ত্রী।

চচ/আরপি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর