কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুন লাগে। এতে ৩টি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে যায়। এতে পর্যটকদেরকেউ হতাহত না হলেও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে একই সময়ে ঢাকায় সচিবালয়ের সামনে ওসমানী উদ্যান-সংলগ্ন রাস্তায় অনশনে থাকা এসআইদের উপর শীতের রাতে জলকামান দিয়ে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন তাদেরই সহকর্মী পুলিশ সদস্যরা।
ঘটনা দুটি ভিন্ন হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই ঘটনা পাশাপাশি রেখে বেশ আলোচনা চলছে। মুহিত নামে একজন ঘটনা দুটোর ছবি পাশাপাশি দিয়ে লিখেছেন, ‘গভীর রাতে সেন্টমার্টিনে আগুন, সচিবালয়ের সামনে পানি’।
অনেকে তার ওই স্ট্যাটাসে মন্তব্য করেছেন। এর মধ্যে কেউ এটাকে হাস্যকর ভাবে নিয়েছেন, কেউবা এটাকে বর্তমান পারিপার্শ্বিক অবস্থার রূপক পরিস্থিতি হিসাবে দেখছেন। সব মিলিয়ে একই রাতে দেশের দু’প্রান্তে কাকতালীয়ভাবে ঘটা এই দুটো ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এনইউ/জই