পুরুষ এবং মহিলাদের সাইকেলের ডিজাইনের অনেক কিছু ফারাক আছে। কিন্তু সামনের রড না থাকার নেপথ্যে এক আজব কারণ রয়েছে।
দুই রকম সাইকেলে আলাদা আলাদা ডিজাইনের নেপথ্যে রয়েছে মহিলাদের পোশাক এবং স্বচ্ছন্দতা। সাধারণত সামনে রড থাকলে মহিলাদের পোশাকে এবং বসার স্বচ্ছন্দতায় সমস্যা তৈরি হয়।
সাইকেলে সামনের রড যেটি সাধারণত পুরুষ সাইকেলে দেখা যায়। এটি রাখার পিছনে অনেক অঙ্ক রয়েছে। সাইকেলের ফ্রেম মজুবত করতে এই রড ব্যবহার করা হয়। সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই নির্মাতার মহিলাদের সাইকেলের সামনে রড নিচে লাগিয়ে দেন। সেই থেকে এখনও এর নকশায় কোনও পরিবর্তন হয়নি।
পুরুষ সাইকেলে সাধারণত সামনের রড থাকে। সেখানকার সাইকেলের নকশাতে এর কোনও পরিবর্তন হয়নি। লেডিস সাইকেলে আমরা সাধারণত এই রড দেখি না। কারণ একটু খেয়াল করলেই দেখা যাবে এই রডটি নিচে রয়েছে। অর্থাৎ লেডিস সাইকেলে আমরা নিচে পর পর দুটি রড দেখতে পাই।
এনইউ/জই