সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বিবাহিত, তবুও আলাদা ঘুমান যে দেশের দম্পতিরা!

চাটগাঁর চোখ ডেস্ক

জাপানি অনেক দম্পতি ছোট বাড়ি এবং ফ্ল্যাটে বসবাস করেও বিছানা বা এমনকি ঘর ভাগাভাগি করে চলেছেন। কেন বিয়ের পরেও তাঁদের বেডরুম আলাদা? উত্তর হলো-আলাদা ঘুমানোর মূল কারণ হল, ব্যস্ত জীবনে সবার সময়সূচি আলাদা। দেরিতে বাড়ি আসা বা সকাল সকাল কাজে বেরনো স্বামী-স্ত্রীর আলাদা আলাদা সময়ে হয়। সঙ্গীর বিশ্রাম যাতে ব্যহত না হয়, সে কারণেই তাঁরা আলাদা ঘুমান।

এই ব্যবস্থা প্রতিটি ব্যক্তিকে নিরবচ্ছিন্ন এবং স্বাস্থ্যকর ঘুম উপভোগ করতে দেয়। তার উপর, শিশুরা তাদের মায়ের সঙ্গে ঘুমায়। তাই মা এবং সন্তানরা এক বিছানায় এবং বাবা আলাদা ঘুমান। এতে সবারই সুবিধা হয়।

স্বামী-স্ত্রী আলাদা ঘুমালে আরও একটা সুবিধা হল, একজনের হাত পা আর একজনের গায়ের উপর পড়ে ঘুম বিঘিœত হয় না। একের নাক ডাকায় অন্যের অভিযোগ পোহাতে হয় না। শান্তি বিরাজ করে দাম্পত্যে।

যদিও অনেক দম্পতি মনে করেন আলাদা ঘুমানো মানে দাম্পত্যে ভাটা, সেটা জাপানিরা মনে করেন না। ঘুম তাঁদের কাছে অত্যন্ত মূল্যবান।

জাপানিদের ঘুমানোর জন্য শুধুমাত্র একক আকারের ফিউটন ব্যবহার করা হত। এর সমস্যা হল, সঙ্গীকে আলিঙ্গন করলে প্রায়শই মেঝেয় পড়ে যাওয়ার জোগাড়!

অনেক পরিবার এখনও এই বিছানার শৈলী পছন্দ করেন, কারণ এই ধরনের শয্যা জায়গা কম নেয়। ছোট ঘর এবং অ্যাপার্টমেন্টগুলি অনেক জাপানি দম্পতিকেই একসঙ্গে শুতে বাধ্য করে।

তবে মোটের উপর জায়গার অভাব না থাকলে জাপানি দম্পতি শান্তিপূর্ণ ভাবে এখনও আলাদা শোওয়াই পছন্দ করেন।

এনইউ/জই

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর