মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সবদার আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে হোটেল আগ্রাবাদের চারদিনের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি

হোটেল আগ্রাবাদ লিমিটেডের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম সবদার আলী’র ৫২তম মৃত্যু বার্ষিকীতে চার দিনব্যাপী কর্মসূচী পালন করবে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ।

এ উপলক্ষে রোববার (১৪জুলাই)  হোটেলের কর্ণফুলী হলে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (১৫জুলাই)  মরহুম সবদার আলী এর জন্মস্থান জয়পাড়ায় মিলাদ মাহফিল, খতমে কোরআন, এবং দোয়া মাগফিলএর আয়োজন করা হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বাদ আছর আগ্রাবাদ হোটেল এর কর্নফুলী হলে অনুষ্ঠিত হবে মরহুমের স্মরণে দোয়া ও স্মরণ সভা।

বুধবার (১৭এপ্রিল) বাদ যোহর সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরন এবং মরহুম এর কবর জেয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে হোটেল স্টাফদের জন্য দুপুরের খাবারের আয়োজন হবে। মরহুমের বিদেহী আত্মার শান্তিকামনায় সকলের নিকট দোয়া কামনা করেছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ ও মরহুমের পরিবারবর্গ।

চাটগাঁর চোখ

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর