শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

মহা ধুমধামে ফিনলে সাউথ সিটি শপিংমলের উদ্বোধন

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে উদ্বোধন হলো ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর ফিনলে সাউথ সিটির। গতকাল শুক্রবার রাত আটটার দিকে নগরের বহদ্দারহাটে নির্মিত আন্তর্জাতিক মানের এ শপিং মলের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এটি দৈনিক আজাদীর খবর।

পত্রিকাটির খবরে বলা হয়…

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে উদ্বোধন হলো ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর ফিনলে সাউথ সিটির। গতকাল শুক্রবার রাত আটটার দিকে নগরের বহদ্দারহাটে নির্মিত আন্তর্জাতিক মানের এ শপিং মলের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, আমি নিজেও একজন ব্যবসায়ীর ছেলে; ছোটবেলায় নিউ মার্কেটে অনেক ঘুরেছি, তখন মনে হতো এটাই শুধু মার্কেট। কিন্তু পরবর্তীতে অনেক মার্কেট গড়ে উঠেছে। আজকে সাউথ সিটি মার্কেট দেখে মনে হয়েছে এটা অনেক পরিকল্পনা করে | করা হয়েছে। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে সাজানো হয়েছে । এখানে এক ছাতার নিচে সবকিছু রয়েছে। সবকিছু একসাথে পাওয়া যাবে। শপিং মলের সামনে সবুজ পরিবেশ খুব দারুণ লেগেছে। এসময় মেয়র আরও নতুন নতুন পরিকল্পিত মার্কেট করার ব্যাপারে উৎসাহ দেন। চসিক মেয়র নগরের আসকার দীঘির পাড় এলাকায় অবস্থিত দোকান তুলে দিয়ে লাইটিং করে সৌন্দর্যবর্ধন করা গেলে সুন্দর হবে বলে মন্তব্য করেন।

এছাড়া ডেবার পাড়, ভেলুয়ার দীঘির পাড়ে সৌন্দর্যবর্ধনের কথাও জানান। কথা প্রসঙ্গে মেয়র বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ, করার চিন্তা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি ওয়ার্ডে মাঠের উদ্বোধন করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, প্রত্যেক মানুষের একটা ইচ্ছা থাকে নিজের জন্য স্থায়ীভাবে কিছু একটা করে নেওয়া। ফিনলে কর্তৃপক্ষ সেই সুযোগ করে দিয়েছেন। তারা মার্কেট করার পাশাপাশি মানুষের জন্য এখানে আবাসন ব্যবস্থা করেছেন।

পরিবারের মধ্যে অনেক সময় জমিজমা নিয়ে দ্বন্দ্ব হয়। এরকম ডেভেলপার দিয়ে ভবন নির্মাণ করলে ফ্ল্যাটের মাধ্যমে দ্বন্দ্ব কমে যায় অনেকটা। চুক্তি অনুসারে যে যার ভাগ পেয়ে যান। তিনি বলেন, সাউথ সিটির জন্য যারা জমি দিয়েছেন তারা খুব ভালো কাজ করেছেন। এখানে চাইলে তারা অনেকগুলো দোকান করতে পারতো, সেটা না করে ফিনলেকে দিয়েছেন এজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ফিনলে কর্তৃপক্ষ আশেপাশে সুন্দর পরিবেশ তৈরি করেছেন। আশপাশের সড়কেও সৌন্দর্য আনা হয়েছে। আসলে সৌন্দর্যবর্ধন করার জন্য আমাদের একটি সুন্দর মন-মানসিকতা থাকতে হবে। সৌন্দর্যবর্ধন কিভাবে করবো, সেটা মনে থাকতে হবে। এসময় কথা প্রসঙ্গে তিনি বইয়ের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, জানার শেষ নেই। পুরস্কার কিংবা অভ্যর্থনার জন্য বই দারুণ উপহার । এ সময় মো. আবদুল্লাহ আল ফারুক জিয়াদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু, ল্যান্ড ওনার ইঞ্জিনিয়ার মিজাবাহুর রহমান ও মাহবুবুর রহমান, ফিনলে সাউথ সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আইয়ুব খান। প্রকল্প আর্কিটেক্ট, ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর ফিনলে সাউথ সিটি শপিং মল আমাদের চট্টগ্রামে এক মাইলফলক সৃষ্টি করলো।

ফিনলে সাউথ সিটি শপিংমল আমাদের চট্টগ্রাম শহরের নতুন দিগন্ত উন্মোচিত করলো। বক্তব্য শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ফিনলে সাউথ সিটি শপিং মলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ আতশবাজি উপভোগ করেন এবং শপিং মল ঘুরে দেখেন। চট্টগ্রামবাসীর শপিংয়ের নতুন দিগন্ত ফিনলে সাউথ সিটি শপিংমল দেশি-বিদেশি ব্র্যান্ডের সমাহার নিয়ে এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

লোটো, টাইম জোন, রাইজ, শৈল্পিক, এপেক্স, বাটা, বে সুজ, হারলেন, খাদিঘর, আট, লি কুপার, জি জি আইল্যান্ড, ব্রোস্ট ক্যাফে, ল্যান্ড, সাদিয়া’স কিচেন, স্বদেশ পল্লীসহ নানান দেশি বিদেশি ব্র্যান্ডের সমাহার রয়েছে এখানে। এতগুলো দেশি বিদেশি ব্র্যান্ড নিয়ে ফিনলে সাউথ সিটি শপিং মলই চট্টগ্রামে প্রথম উদ্বোধন হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শপিং মলের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দেখা যাবে সুবিশাল ড্রপঅফ পয়েন্ট, আলাদা এন্ট্রি ও এক্সিট, দৃষ্টিনন্দন নান্দনিক এট্রিয়াম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর ক্যাশলেস শপিং সাথে ইন্সট্যান্ট ব্যাংকিং-এর জন্য আছে এটিএম বুথ, সার্বক্ষণিক জেনারেটর সুবিধা, ক্যাপসুল লিফটের পাশাপাশি, সার্ভিস লিফট, এস্কেলেটর, অটোমেটিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, সুবিশাল সিকিউর পার্কিং স্পেস, বিশ্বখ্যাত ফুড চেইন এবং দেশিয় খাবারের ফুড কোর্ট, কিডস প্লে জোন, ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং সেন্টার, বুক স্টোর, গিফট কার্ড শপ, জুয়েলারি, অথেনটিক কসমেটিকস, লেডিস গার্মেন্টস কালেকশন, ঘড়ি এবং অপটিকস, বোরকা, হিজাব, টেইলরিং শপ, হ্যান্ডিক্রাফটস পণ্য, বাচ্চাদের সব ধরনের খেলনার দোকান, ট্রেন্ডি রেডিমেন্ট গার্মেন্টস, পুরুষদের জন্য পাঞ্জাবী ও শেরওয়ানি, দেশি-বিদেশি ব্র্যান্ডের নানান বয়সীদের জন্য জুতা, ব্র্যান্ড গ্যালারি, ম্যাজিক্যাল থিমপার্ক, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, প্রতিটি ফ্লোরে টয়লেট সুবিধাসহ সব আয়োজন নিয়ে জমে উঠেছে ফিনলে সাউথ সিটি শপিং মল।

ফিনলে কর্তৃপক্ষ জানান, ফিনলে সাউথ সিটি শপিং মলের আশেপাশের বিশাল জনগোষ্ঠী এতদিন তাদের কেনাকাটা করার জন্য আন্তর্জাতিকমানের কোনো শপিং মল পায়নি। এবার ফিনলে সাউথ সিটি তাদের সেই স্বপ্ন পূরণ করেছে। যার ফলে তারা পায়ে হাঁটা দূরত্বে এসে পরিবার পরিজন নিয়ে চাহিদামত দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দোকান থেকে কেনাকাটা করতে পারবে।

চাটগাঁর চোখ ডেস্ক

সর্বশেষ

এই বিভাগের আরও খবর