বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দর্শক সামলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, প্রতিবাদে চেয়ার ভাঙচুর

সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত ডিসিপার্কে ফুল উৎসবে গতকাল শুক্রবার একদিনেই লাখো দর্শনার্থীর আগমন ঘটেছে। এদিন দুপুর থেকে ভিড় এমন অবস্থায় পৌঁছায় যে, তা সামাল দিতে জেলা প্রশাসন ও পার্কের কর্মকর্তা-কর্মচারীদের গলদঘর্ম অবস্থা হয়। এটি দৈনিক পূর্বকোণের খবর।

পত্রিকাটির খবরে বলা হয়…

সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত ডিসিপার্কে ফুল উৎসবে গতকাল শুক্রবার একদিনেই লাখো দর্শনার্থীর আগমন ঘটেছে। এদিন দুপুর থেকে ভিড় এমন অবস্থায় পৌঁছায় যে, তা সামাল দিতে জেলা প্রশাসন ও পার্কের কর্মকর্তা-কর্মচারীদের গলদঘর্ম অবস্থা হয়।

প্রবেশপথে টিকিট কিনেও দীর্ঘসময় অপেক্ষমাণ অনেক দর্শনার্থী দেয়াল টপকে ঢুকতে শুরু করেন। এ সময় বাধা দিলে কর্মীদের উপরও হামলা চালান তারা। এ অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে। দর্শকরা চেয়ারের উপরে উঠে নাচতে থাকেন।

জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন তারা। বাধ্য হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার পর সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে দর্শকদের চলে যেতে অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে চেয়ার ভাঙচুর করেন তারা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃ ত্বে সিকিউরিটি গার্ডরা দর্শকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এদিন ঢাকা থেকে সপরিবারে ডিসিপার্কে ফুল উৎসব উপভোগ করতে আসেন সীতাকুণ্ডের সাবেক ইউএনও (বর্তমানে এডিসি) নাজমুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, ডিসিপার্কের আশপাশে বেশ কয়েক কিলোমিটার এলাকা ছিল দর্শনার্থীদের ব্যবহৃত গাড়ি ও হাজার হাজার দর্শনার্থীতে পরিপূর্ণ। বহু কষ্টে পার্কে প্রবেশ করে বিস্মিত, এত দর্শনার্থী! সন্ধ্যায় এখানে পৌঁছে রাতের পরিবেশ খুব ভালো লেগেছে জানিয়ে তিনি বলেন, দিনের ফুল উৎসব দেখতে কাল (শনিবার) আবার আসবো এখানে।

সীতাকুণ্ড থেকে আসা দর্শনার্থী রিগান দাশ বলেন, আজ (শুক্রবার) এত ভিড় যে, একা হাঁটাও কঠিন হয়ে পড়ছে। লাখো মানুষ উৎসব এলাকায়! ভালো করে একটা ছবিও তোলা যাচ্ছিল না।

এদিকে, সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যখন মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে রাউজান উপজেলার অনুষ্ঠান চলছিল, তখন দর্শকরা অতিথিদের বসার স্থানসহ মঞ্চের আশপাশ দখল করে উচ্ছৃঙ্খলতা শুরু করেন। এতে বিব্রতকর অবস্থায় পড়েন দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে একে একে মঞ্চে আসেন সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। তারা বারবার মাইকিং করে অতিথিদের নির্ধারিত স্থান ও মঞ্চের নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবার জন্য অনুরোধ করলেও দর্শকরা কর্ণপাত করছিলেন না।

বাধ্য হয়ে অনুষ্ঠান বন্ধ বলে ঘোষণা দেন তারা। এরপর দর্শকরা সরে গিয়ে অনুষ্ঠানস্থল কিছুটা ফাঁকা হলে রাত সাড়ে ৮টার দিকে জেলা থেকে আসা অন্য একটি সাংস্কৃতিক দল সাংস্কৃতিক অনুষ্ঠান পুনরায় শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্কের এক নিরাপত্তাকর্মী বলেন, এত ভিড় হবে কল্পনাও করিনি। দর্শকরা গেট বাদ দিয়ে অন্যপথে ঢুকতে শুরু করেন। বাধা দেয়ায় আমাকে মারধরও করেছে। বহু লোক ঠেলে ভেতরে চলে এসেছে টিকিট ছাড়া।

উৎসব তদারকির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, গতকাল একদিনেই লক্ষাধিক দর্শনার্থী এসেছে। পার্কের ধারণক্ষমতা আছে ৩৫-৪০ হাজার। এসেছে দ্বিগুণেরও বেশি। ফলে ভিড় কোনমতেই সামলানো যাচ্ছিল না। কিছু দর্শনার্থী অনুষ্ঠানে বেসামাল আচরণ করায় বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখতে হয়। এরপর আবার শুরু করি।


বাইকের পিছনে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে শিশুর মৃত্যু

দাওয়াত শেষে দুই ছেলেকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন নাজিম উদ্দিন। মোটরসাইকেলে করে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির এক ট্রাক। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। ঘাতক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নাজিমের ছেলে মোহাম্মদ তাহমিদ (১২)। আহত হন নাজিমসহ তার অপর ছেলে। এটি দৈনিক আজাদীর খবর।

পত্রিকাটির খবরে বলা হয়…

দাওয়াত শেষে দুই ছেলেকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন নাজিম উদ্দিন। মোটরসাইকেলে করে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির এক ট্রাক। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। ঘাতক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নাজিমের ছেলে মোহাম্মদ তাহমিদ (১২)। আহত হন নাজিমসহ তার অপর ছেলে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার কৈয়গ্রামের হাজি পাড়ার শেখ আবদুল্লাহর বাড়ির নাজিম উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৈয়গ্রাম রাস্তার মোড়ে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক নিহত তাহমিদদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় তাহমিদ মাথায় প্রচন্ড আঘাত পায় এবং তার ঘাড়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত নাজিম ও তার অপর ছেলে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মো. আরিফ নামে স্থানীয় এক যুবক।

কর্ণফুলী থানার এসআই আবদুল গফুর জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


রাঙামাটিতে ৩ অবৈধ ইটভাটা বন্ধ

রাঙামাটির কাউখালী উপজেলায় ৩টি ইটাভাটা বন্ধ করেছে কাউখালী উপজেলা প্রশাসন । ইটভাটাগুলোকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এটি দৈনিক সুপ্রভাতের খবর।

পত্রিকাটির খবরে বলা হয়…

রাঙামাটির কাউখালী উপজেলায় ৩টি ইটাভাটা বন্ধ করেছে কাউখালী উপজেলা প্রশাসন । ইটভাটাগুলোকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে এসব ইটাভাটা বন্ধে অভিযান পরিচালনা করে কাউখালী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এতে কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শ গ্রামে অবস্থিত এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামের এমএন্ডসি ব্রিকস নামে ৩ অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। এর আগে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুলির।

আগুন নিভিয়ে দেয়া হয় এবং এলজিইডির সহায়তায় এক্সকেভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলজিইডি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক কাউখালী উপজেলায় চলমান তিনটি অবৈধ ইটভাটা অভিযানের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি দুটি ইটভাটার একটিকে ১ লক্ষ এবং অন্যটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরেকটি ইটভাটাকে গত সপ্তাহে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। আমরা সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। ইটভাটাগুলো সম্পূর্ণ বন্ধ থাকবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরুপ অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁর চোখ ডেস্ক

সর্বশেষ

এই বিভাগের আরও খবর