মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

জামালখানে আবর্জনা, দুদিনের মধ্যে অপসারণ না করলে চাকরিচ্যুতি

নগরের জামালখান ওয়ার্ডের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় ওয়ার্ডটির পরিচ্ছন্ন সুপারভাইজারকে বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণে দুইদিনের সময় নির্ধারণ করে দেন। এটি দৈনিক আজাদীর খবর।

পত্রিকাটির খবরে বলা হয়…

নগরের জামালখান ওয়ার্ডের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় ওয়ার্ডটির পরিচ্ছন্ন সুপারভাইজারকে বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণে দুইদিনের সময় নির্ধারণ করে দেন। নির্ধারিত সময়ে ময়লা অপসারণে ব্যর্থ হলে চাকরি চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন মেয়র।

গতকাল সকালে ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন ড. শাহাদাত। শুরুতেই পরিচ্ছন্নকর্মীদের হাজিরা নেন তিনি। ওয়ার্ডে ৭৭
জন পরিচ্ছন্নকর্মী থাকলেও এদিন অনুপস্থিত ছিলেন ৩ জন। যারা উপস্থিত ছিল তাদের বিরুদ্ধেও নানা অভিযোগ দেন উপস্থিত স্থানীয় লোকজন। তাদের অভিযোগ, মেয়র আসার খবরে পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত হলেও প্রায় তাদের দেখা মিলে না।

হাজিরা নেয়ার সময় প্রথমে ওয়ার্ড সচিবকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। স্থানীয় লোকজনও তার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। পরে মেয়র তাকে পরিবর্তনের জন্য চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন। মেয়র পরিচ্ছন্ন সুপারভাইজারকে বলেন, আপনাকে দুদিনের সময় দিচ্ছি। দুর্দিনের মধ্যে পরিষ্কার করতে হবে। আর না হয় আপনার চাকরি চলে যেতে পারে। আমি স্থায়ী- অস্থায়ী দেখবো না, আমার কাজ দরকার।

পরিছন্নতা কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে ডা. শাহাদাত বলেন, কোনো ধরনের ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না। যে কাজকে আপনারা আপনাদের রুজি-রোজগার হিসেবে নিয়েছেন; সেটাকে আপনারা হক-হালালভাবে করার চেষ্টা করবেন। জনগণের দুর্ভোগ যাতে না হয়, জনগণের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আমরা মনিটরিংয়ের মধ্যে আছি এবং সেটা সবসময় থাকবে। আমি প্রতিটি ওয়ার্ডে যাব। কাজ না করলে চাকরি থাকবে না।

তিনি পরিচ্ছন্নকর্মীদের নিয়মিত মশক নিধনে স্প্রে করার নির্দেশ দেন। এ সময় তাদের সতর্ক করে বলেন, দেখে দেখে কারো বাসায় স্প্রে করা যাবে না। প্রত্যেক জনগণের বাসায় যেতে হবে। কোনো বৈষম্য চলবে না। বৈষম্য হলে ব্যবস্থা নেয়া হবে। এ সময় কয়েকজন পরিচ্ছন্ন অভিযাগ করেন তাদের বেতন দেরিতে দেয়। এছাড়া ফিঙ্গার দেয়ার পরও দুই হাজার টাকা বেতন থেকে কেটে নেয়ার অভিযোগ করেন। মেয়র প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তাদের।

স্থানীয় লোকজনের উদ্দেশে মেয়র বলেন, ৪১টি ওয়ার্ডে কোনো জনদুর্ভোগ দেখলে আমাকে জানাবেন। সেটা রাস্তা হোক, ময়লা হোক, ডাস্টবিন হোক, মশা হোক বা অন্য কিছু হোক আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের মানুষ, আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নিব।

ওয়ার্ড সচিবকে সতর্ক করে মেয়র বলেন, ওয়ার্ড কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সেক্রেটারি দায়িত্ব
পালন করছে। জনগণ যাবতীয় সনদের ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং জনগণ থেকে যাতে কোনো ধরনের অতিরিক্ত টাকা আদায় করা না হয়। তিনি সনদের নির্ধারিত ৫০ টাকা ফি-এর অতিরিক্ত কোনো টাকা নিলে তা জানানোর জন্য স্থানীয়দের আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রামকে আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। সেজন্য আপনারা আমাকে রাস্তায় রাস্তায় দেখছেন। যারা ছিল তারা হয়তো রাস্তায় রাস্তায় আসতো না। কিন্তু আমি বাধ্য হয়েছি রাস্তায় আসতে। জনগণের খেদমত করতে এখানে এসেছি। আমি আগেও বলেছি আমি কোন জনগণের পিতা নয়; জনগণের সেবক হতে এসেছি। আমি নগর পিতা নয়; নগরের সেবক হয়ে কাজ করতে এসেছি।

হাজিরা নেয়ার কারণ জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, আমি দেখছি তারা ঠিক মতো আসছে কিনা। যদি কেউ না আসে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। হাজিরা মানে আসার পথ। যদি না আসে তাহলে বুঝতে হবে তারা ফাঁকিবাজি করছে।

আর তাদের বিরুদ্ধে জনগণ হয়তো অনেক অভিযোগ দেবে সেজন্য আমি জনসম্মুখে হাজিরা নিচ্ছি। জনসম্মুখে জনগণ যদি বলে তাকে দেখছে তার মানে সে কাজ করছে। আর জনগণ যদি বলে তাকে দেখছে না তার মানে সে ফাঁকিবাজি করছে। এখন পর্যন্ত ৮-১০টি ওয়ার্ডে করা হয়েছে এবং পুরো ৪১টি ওয়ার্ডে এই হাজিরা নেওয়া হবে। রাতেও আমি পরিদর্শন করছি। তাই আমি বলতে চাই, যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি, কাজে সবাই সাবধানে থাকবেন।


নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হাজার ছুঁইছুঁই

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এইদিন এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। চলতি নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯০৩ জন। এটি দৈনিক সুপ্রভাতের খবর।

পত্রিকাটির খবরে বলা হয়…

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এইদিন এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। চলতি নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯০৩ জন।

গতকাল সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর বাংলানিউজের।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ জন রোগী। তবে এদিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

চট্টগ্রামে জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন। এর মধ্যে গত চলতি নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০৩ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে নভেম্বর মাসেই মারা গেছেন ১৫ জন।

বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে সংক্রমণ কম বলে অবহেলা করলে আক্রান্ত ও মৃত্যু হার বাড়ার সম্ভাবনারও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

চাটগাঁর চোখ ডেস্ক

সর্বশেষ

এই বিভাগের আরও খবর