সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নগরীর হাজারী গলি এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এটি দৈনিক আজাদীর খবর।
পত্রিকাটির খবরে বলা হয়…
সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নগরীর হাজারী গলি এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
‘কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগ এনে ইসকন সমর্থকসহ কয়েক হাজার লোক উক্ত পোস্টকারীর দোকানে হামলা ও ভাঙচুর চালায়। তারা ওসমান নামের উক্ত ব্যবসায়ীকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে যৌথবাহিনী অবস্থান করছিল। পুলিশ বলেছে, তাদের ওপর অ্যাসিড নিক্ষেপসহ হামলা করা হয়েছে। অ্যাসিডে সেনাসদস্যসহ যৌথবাহিনীর ১৩ জন আহত হয়েছেন।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। যাছাই বাছাই শেষে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে জানিয়ে পুলিশ বলেছে, পুরো বিষয়টি নিয়ে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
এ ব্যাপারে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। সেই পোস্ট কয়েকদিন ধরে ফেসবুকে ঘুরছিল। একদিন আগে এটি নিজের প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির একটি দোকানের মালিক মোহাম্মদ ওসমান। ওই পোস্টের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়।
পুলিশ জানায়, গতকাল বিকালে ইসকন সমর্থকসহ ৫ থেকে ৭ হাজার লোক উক্ত মার্কেটে চড়াও হয়। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দোকানটিতে হামলা ও ভাঙচুর চালায়। তারা ফেসবুকে পোস্টকারী ওই দোকানের মালিকের ওপর হামলা ও মারধরের চেষ্টা করে। ওই যুবককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের গেটে তালা লাগিয়ে দেয়।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, আমরা উত্তেজিত লোকজনকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ফিরে যাওয়ার অনুরোধ করে উক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের কথা না শুনে হামলার চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনীকে খবর দিই।
যৌথবাহিনী আমাদের সাথে যোগ দেয়। ওই সময় মার্কেট ঘিরে লোকজন জড়ো হতে থাকে। তারা উত্তেজনাপূর্ণ বিভিন্ন স্লোগান দিয়ে হামলার চেষ্টা করলে আমরা লাঠিচার্জ করি । তারা ছত্রভঙ্গ হয়ে গেলে আমরা ওই যুবককে থানায় নিয়ে আসি ।
ওসি জানান, আমরা ওই যুবককে নিয়ে চলে আসার সময় পেছন থেকে সেনাসদস্য এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয় । বিভিন্ন ভবনের ছাদ থেকে পুলিশসহ যৌথবাহিনীর ওপর ইট-পাটকেলের পাশাপাশি অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে ৬ জন সেনা সদস্য এবং এসি কোতোয়ালী মাহফুজুর রহমানসহ ৭ পুলিশ গুরুতর আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদে যৌথবাহিনী গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মোহাম্মদ তারেক আজিজ আজাদীকে বলেন, ইসকন সমর্থকরা পুলিশসহ যৌথবাহিনীর ওপর হামলা চালিয়েছে। পুলিশের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে।
মশক নিধন-পরিচ্ছন্ন কার্যক্রম অগ্রাধিকার শাহাদাতের
মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। এটি দৈনিক পূর্বকোণের খবর।
পত্রিকাটির খবরে বলা হয়…
মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার লালদীঘি পাড়ের দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের কনফারেন্স রুমে সা- ংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্গানোগ্রামে যেখানে ৩ থেকে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী থাকার কথা ছিল, সেখানে এখন হয়ে গেছে প্রায় ৮ থেকে ৯ হাজার। আমি প্রায় ৪৪০ কোটি টাকা ঘাটতি ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিচ্ছি। আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে। এই সিটি কর্পোরেশন একটি স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে আপনাদের উপহার দিবো ইনশাআল্লাহ্ ।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম : ডেঙ্গু প্রতিরোধ প্রথম কাজ বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, মশক নিধনে যে স্প্রে ব্যবহার করা হয়, সেটি আমি পরীক্ষা করতে চাই। মশা মরছে কি না সেটা দেখতে হবে। প্রতিটি ওয়ার্ডে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করা হবে।
প্রত্যেক ওয়ার্ডে হবে খেলার মাঠ : শহরে খেলার মাঠ নেই। ফলে, এক পর্যায়ে টার্ফ তৈরি হল । আজকে যে টার্ফ তৈরি হয়েছে এটা সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি করছে। গরিব বাচ্চারা কিন্তু সেখানে খেলতে পারছে না। আমাদেরকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে।
স্বাস্থ্য বিভাগে নজরদারি : একসময় দেখতাম মেমন হাসপাতালে প্রচুর রোগী আসতো। এটা চট্টগ্রামে এক নম্বর ছিল। আমি ওই এক নম্বর জায়গায় মেমন হাস- পাতালকে নিতে চাই। ৪১ ওয়ার্ডে যেসব ছোট ছোট হেলথ রিলেটেড সেন্টারগুলো আছে, ডিসপেন্সারি; এগুলো আরও সক্রিয় করতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানাসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এর আগে মঙ্গলবার ঢাকা থেকে ট্রেনযোগে বেলা ১২টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আগমন করেন মেয়র। এই সময় তিনি পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এরপর দুপুরে হযরত শাহ্ আমানত (রহ.) ও বদর আউলিয়ার (রহ.) মাজার জেয়ারত করেন। বিকালে লালদীঘি পাড় চসিক লাইব্রেরি ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি । সন্ধ্যায় টাইগারপাস নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।
সম্প্রতি ঢাকায় নগর সরকারের প্রস্তাবনা তুলে ধরার কথা জানিয়ে চসিক মেয়র বলেন, ‘সম্প্রতি আমি বেশ কিছু টকশোতে অংশ নিয়েছি। অনেক মন্ত্রণালয়ে উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছি। সবখানে আমি নগর সরকারের কথা তুলে ধরেছি। নগর সরকার যদি প্রতিষ্ঠা হয়, তাহলে সব সেবাদানকারী সংস্থাকে এক ছাতার নিচে আনা যাবে। আমি আপ্রাণ চেষ্টা করবো সব সেবাপ্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করার।
স্পটে স্পটে যাবেন মেয়র: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিজে তদারকি করবেন উল্লেখ করে মেয়র বলেন, আমি নিজে সব স্পটে যাব। সকালে বেশিক্ষণ অফিসে থাকবো না।
কর্পোরেশনে কেউ রাজনীতির আলাপ নিয়ে আসবেন না: সিটি কর্পোরেশনে রাজনৈতিক বিষয় নিয়ে জটলা না পাকানোর জন্য অনুরোধ করেছেন ডা. শাহাদাত। তিনি বলেন, ‘আমি রাজনীতিবিদ। কিন্তু সে রাজনীতি এ সিটি কর্পোরেশনের বাইরে। আমি আমার সমস্ত নেতাকর্মীদের বলতে চাই আপনারা আমাকে কাজের সময় ডিস্টার্ব করবেন না। আমি আপনাদের সঙ্গে রাজনীতির আলাপ করবো ৫টার পরে।
পরিষ্কার-পরিচ্ছন্নতার আহ্বান : সব ভবন মালিক ও ব্যবসায়ীদের নিজস্ব ভবন- প্রতিষ্ঠানের সম্মুখ অংশে নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতার আহ্বান জানিয়েছেন মেয়র। ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিন বসিয়ে দেওয়ার কথা জানিয়ে বিনের বাইরের ময়লা নিজ দায়িত্বে অপসারণে জোর দেন তিনি।
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১৪ নভেম্বর
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা ‘চ্যালেঞ্জ’ বা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হবে। ওইদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি, আলিম, এইচএসসি বিএম-বিএমটি এবং এইচএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে। এটি দৈনিক সুপ্রভাতের খবর।
পত্রিকাটির খবরে বলা হয়…
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা ‘চ্যালেঞ্জ’ বা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হবে। ওইদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি, আলিম, এইচএসসি বিএম-বিএমটি এবং এইচএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে। খবর বিডিনিউজের।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “আগামী ১৪ নভেম্বর খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড একযোগে ওইদিন খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।” “এবার ঢাকা শিক্ষা বোর্ড ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।”
প্রতি বছরই এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা তা পুনর্নিরীক্ষণের সুযোগ পান।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফেল করা ১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছিলেন। যশোর শিক্ষা বোর্ডের এক পরীক্ষার্থী প্রথমে প্রকাশিত ফলে আইসিটি বিষয়ে ফেল করলেও পরে পাস করে পেয়েছিলেন জিপিএ-৫। গতবার এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করে ৫৮৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
ফল প্রকাশের পরের এক সপ্তাহ নির্ধারিত ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ থাকে। মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর দিন অর্থাৎ ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে ফল পেয়ে অসন্তুষ্ট হওয়া শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পেরেছিলেন।
চলতি বছরের এইচএসসি ও সমমানে যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুধু ওই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল। পরীক্ষা বাতিল হওয়ায় যে বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়েছিল সে বিষয়গুলোতে ফল পুনর্নিরীক্ষণ করতে পারেননি শিক্ষার্থীরা।
চাটগাঁর চোখ ডেস্ক