রবিবার, ১৫ জুন ২০২৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। এটি দৈনিক পূর্বকোণের খবর।
পত্রিকাটির খবরে বলা হয়…

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচ- নার জন্য জেলা পর্যায়ে একটি বিশেষ টাস্কফোর্স’|

গঠন করা হলো। এই টিমে অতিরিক্ত জেলা প্রশাসক আহ্বায়ক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি


দুই কর্মচারীকে আটকের প্রতিবাদে দেড় ঘণ্টা সড়ক অবরোধ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের দুই কর্মচারীকে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। এটি দৈনিক আজাদীর খবর।

পত্রিকাটির খবরে বলা হয়…

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের দুই কর্মচারীকে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল সোমবার বিকালে নগরের জাকির হোসেন সড়কের ওয়্যারলেস এলাকায় হাসপাতালের সামনের মূল সড়কে বিকাল ৪টা থেকে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। অফিস ছুটির সময়ে প্রধান সড়ক অবরোধ করার ফলে সড়কটির দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সড়কের উভয় পাশে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এই ব্যাপারে জানতে চাইলে খুলশী থানার ওসি মুজিবুর রহমান আজাদীকে বলেন, হাসপাতালের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ওই সময়ই ছেড়ে দেয়া হয়। বিকাল ৪টা-৫টার দিকে হাসপাতালের কর্মচারীরা সড়ক অবরোধ করেছিল। আমরা গিয়ে তাদের সাথে কথা বলার পর তারা অবরোধ ছেড়ে চলে যান। আন্দোলনরত কর্মচারীরা জানান, চট্টগ্রাম ডায়াবেটিক
জেনারেল হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর অনিয়ম, দুর্নীতির বিচারসহ ১৪ দফা দাবিতে গত কয়েক দিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছে। তাদের আন্দোলন এবং বিক্ষোভের মুখে হাসপাতালের বিভিন্ন পদে থাকা সভাপতির তিন আত্মীয় পদত্যাগ করেছেন। তারই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে হাসপাতালের কর্মচারীরা হাসপাতাল এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল।

বেলা তিনটার দিকে হাসপাতালের দুই কর্মী শাওন হোসেন ও সুজন দাশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেলে আন্দোলনরত কর্মীরা হাসপাতাল কম্পাউন্ড থেকে সামনের জাকির হোসেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন । আন্দোলনরত দুই কর্মচারী বলেন, আমাদের দুইজন কর্মচারীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে গিয়েছিল। এজন্য আমরা সড়ক সড়ক অবরোধ করেছি । এক ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে। তাদের সাথে কোন খারাপ ব্যবহার করেনি। তাদের সাথে ভালো ব্যবহার করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এরপর আমরা আমাদের অবারোধ তুলে নিয়েছি।

এ সময় আন্দোলনকারীরা সভাপতিসহ কমিটির কর্মকর্তাদের নানান অনিয়ম-দুনীর্তির বিষয়ে অভিযোগ করেন এবং পরবর্তী আন্দোলনের ঘোষণা করবেন বলে জানান । বিক্ষোভরত কর্মচারীরা বলেন, সভাপতি প্রভিডেন্ট ফান্ডের ৩১ কোটি টাকার হিসাব যতক্ষণ দেবেন না, ততক্ষণ রোগীদের কষ্ট না দিয়েই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাব ।


চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস

বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কর্মরত যেকোনও জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এটি দৈনিক সুপ্রভাতের খবর।

পত্রিকাটির খবরে বলা হয়…

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কর্মরত যেকোনও জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার কোনও ক্লাস হয়নি। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাডেমিক কার্যক্রম। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হয়ে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। খবর বাংলাট্রিবিউনের।

শিক্ষার্থীদের এ শাটডাউন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন সিভাসুর সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। সভায় বক্তব্য রেখে অনেক শিক্ষক সিভাসু থেকে ভিসি নিয়োগের যুক্তি তুলে ধরেন। রবিবার থেকে এক দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, নিজ প্রতিষ্ঠান থেকে যেকোনও জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে আমরা ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছি। রবিবার প্রেস ব্রিফিং করে এ দাবিতে ৪৮ ঘণ্টার সময় দিয়েছি, যার ২৪ ঘণ্টা শেষ হয়ে গেছে। আমাদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত এ দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। দাবি মেনে নেওয়া না হলে রোড ব্লকসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এরইমধ্যে সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন শাটডাউনের আওতায় রয়েছে।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ডা. রিদুয়ান পাশা বলেন, আমাদের শিক্ষকদের উদ্ভাবিত পিবিএল, ইন্টার্নশিপ দেশের অন্য বিশ্ববিদ্যালয় গ্রহণ করে। সেখানে এই গুণীজনদের বাদ দিয়ে বাইরে থেকে সৎ পিতাকে আমাদের জন্য নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। তাই সিভাসু থেকে ভিসি নিয়োগে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ দাবির সঙ্গে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

নিজ প্রতিষ্ঠান থেকে ভিসি নিয়োগের দাবিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন। ওই দিন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ, ৩ অক্টোবর ক্লাস-পরীক্ষা বয়কট ও অবস্থান কর্মসূচি, ৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, ৫ অক্টোবর রোড ব্লক, ৬ অক্টোবর টোটাল শাটডাউন ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। কর্মসূচির কারণে সিভাসুতে অচল অবস্থা বিরাজ করছে।

চাটগাঁর চোখ ডেস্ক

সর্বশেষ

এই বিভাগের আরও খবর