শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ওমরা ভিসায় কোটা পদ্ধতি চালু করেছে সৌদি আরব

চলতি মাস থেকে বাংলাদেশী ওমরা ভিসাপ্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে সৌদি আরব। শতকরা ১০ ভাগ বাংলাদেশিকে বর্তমানে ওমরাহ্‌ ভিসা দিচ্ছে ঢাকার সৌদি আরব দূতাবাস।

এ বিষয়ে হজ এজেন্সিজ সংশ্লিষ্টরা বলেছেন আগে ১০০টি ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে ১০০টিই ভিসা পাওয়া যেত। বর্তমানে ৮-১০ শতাংশ ভিসা পাওয়া যাচ্ছে। কোনো কারণ ছাড়াই গত ৫ মার্চ থেকে এ সমস্যা শুরু হয়েছে।

এদিকে আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে।

সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাটগাঁর চোখ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর