উপদেষ্টাদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য, গতকাল রাত থেকেই পতিত স্বৈরাচার গণহত্যাকারী দল আওয়ামী লীগ পরিচালিত বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে উপদেষ্টাদের নিয়ে গুজব ছড়ানো হয়। ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসরদের এসব পোস্টে মিথ্যা ছড়ানো হয়, উপদেষ্টারা নাকি দেশ ছেড়েছেন। আর প্রায়ই এ ধরনের গুজব ছড়ানো হয় আওয়ামী লীগের আইটি সেল থেকে।
এনইউ/জই